টি-টোয়েন্টি সেরা ডি ভিলিয়ার্স, বর্ষসেরা রাবাদা

পপুলার২৪নিউজ ডেস্ক  :

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টির সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন সম্প্রতি অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্স। আর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা। এর আগেও ২০১৬ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন এই গতিরদানব।

চলতি মৌসুমে সর্বোচ্চ উইকেটের শিকারি আফ্রিকার এই খুনে মেজাজের পেস বোলার। আইসিসির প্রকাশিত টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন রাবাদা। একদিনের আন্তর্জাতিকে তিনি রয়েছেন সাত নম্বর পজিশনে।

সব কিছু বিচার করেই দেশের বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে সেরা টেস্ট ক্রিকেটার, সেরা আন্তর্জাতিক ক্রিকেটার খেতাবের জন্যও রাবাদার নাম প্রস্তাব করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এমনকী সে দেশের ক্রিকেট অনুরাগীদের ভোটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা।

এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্সকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব তুলে দেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে কেন নারী কর্মীকে চুমু খেলেন প্রেসিডেন্ট?
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ৭