টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির সবশেষ হালনাগাদ অনুসারে পাকিস্তানের রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন হয়নি। টেস্ট খেলুড়ে ১০টি দলের মধ্যে সবার পরেই অবস্থান বাংলাদেশের।

তবে আইসিসি বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ড। ৫০ ওভারের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল আগের মতো সেই সাত নম্বরেই পরে আছে। বরং উন্নতির চেয়ে রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের অবস্থান ওয়ানডেতে সাত নম্বরে। আর টেস্টের সাদা পোশাকে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটির অবস্থান সাত নম্বর পজিশনে।

টেস্টে শীর্ষে রিবাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দুই ও তিন নম্বরে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দলের অবস্থান নয় নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে
পরবর্তী নিবন্ধহাজীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা