টিভি ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের ঘটনা ঘটে না : কাম্যা পাঞ্জাবি

বিনোদন ডেস্ক
কলকাতার আরজি কর কাণ্ডের উত্তাপ এখনো থামেনি। এরই মাঝে প্রকাশিত হয় হেমা কমিটির রিপোর্ট। এরপর থেকে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় বইছে। অভিনেতা-অভিনেত্রীরা একের পর এক যৌন হেনস্তার অভিযোগ করছেন।

এসব ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরা সোচ্চার হচ্ছেন। এ পরিস্থিতিতে হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি টিভি ইন্ডাস্ট্রি নিয়ে ভিন্ন কথা বললেন।

নিউজ১৮-কে কাম্যা পাঞ্জাবি বলেন, ‘টেলিভিশন মিডিয়া খুবই পরিষ্কার জায়গা। আমি জানি না অতীতে কী ঘটত। কিন্তু এখন এটি খুবই পরিষ্কার জায়গা। এখানে তেমন কোনো নোংরামি নেই। এখানকার মানুষ কাউকে জোর করে না কিংবা ব্ল্যাকমেইল করে না। এখানে কোনো কাস্টিং কাউচ নেই। চরিত্রের জন্য আপনি নির্বাচিত হলে, আপনি মেধাবী।’

টিভি ইন্ডাস্ট্রিতে কিছু ঘটলে, তা পারস্পরিক সম্মতিতে ঘটে। এ তথ্য জানিয়ে কাম্যা পাঞ্জাবি বলেন, ‘আমি মনে করি, বিনোদন ইন্ডাস্ট্রির মধ্যে টেলিভিশন সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে যৌন নিপীড়নের ঘটনা ঘটে না; যদি কিছু ঘটে তবে তা পারস্পরিক সম্মতিতে। অভিনয়ের সুযোগ দেওয়ার শর্তে কেউ কারো সঙ্গে ঘুমাতে বলছে না।’

নারী সহশিল্পীদের কেউ কেউ যৌন নিপীড়নের অভিযোগ কম্যা পাঞ্জাবির কাছেও করেছন। এ তথ্য উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমি এমন অনেককে জানি, যারা বলেছেন তাদের সঙ্গে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। আমি পুনরায় বলছি, কোনো মেয়ে যদি না চায়, তবে এটি ঘটবে না। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমনটা ঘটে না। তবে চলচ্চিত্র বা ওটিটির বিষয়ে আমি জানি না।’

গত ১৯ আগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করেছে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধডোনাল্ড-গিবসনের অবদানকে সামনে আনলেন তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধসেই আওয়ামী লীগ নেতার মামলা খারিজের বিরুদ্ধে রিভিশন