টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকলেই ২ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক:

টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকলেই দুই মাসের জেল এবং ১ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ চিড়িয়াখানা আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ আগস্ট) ভাচ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, যদি কেউ টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছিল।

‘মন্ত্রিসভা সেটিকে পরিবর্তন করে দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রেখেছে। কারণ চিড়িয়াখানায় ঢোকার ফি-ই অনেক কম। প্রস্তাবিত আইনে স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীরা যাতে বিশেষ সুবিধায় চিড়িয়াখানা দেখতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। ’

তিনি বলেন, চিড়িয়াখানার ব্যবস্থাপনা, পরিচালনা, পশু-পাখির চিকিৎসার ব্যবস্থা নিয়ে আইনে বলা আছে। দর্শনার্থীরা কীভাবে ঘুরবেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত বা প্রতিবন্ধীদের চিড়িয়াখানা দেখার চন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

পশুর ক্ষতি করলে কি হবে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের সময় সিদ্ধান্ত জানিয়ে দেবে।

পূর্ববর্তী নিবন্ধমার্সেল এসিতে ২৪ শতাংশ পর্যন্ত ছাড়, ৩৬ মাসের ইএমআই সুবিধা
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত