টিকা রফতানি ফের শুরুর ঘোষণা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে আবারও আগামী মাস থেকে টিকার রফতানি শুরু করার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষকে প্রয়োগের পর উদ্বৃত্ত টিকার রফতানি এবং অনুদান আগামী মাসে শুরু হবে বলে এই ঘোষণা দিয়েছেন।

দেশে করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে গত এপ্রিলের মাঝের দিকে বিশ্বজুড়ে টিকার রফতানি বন্ধ করে দেয় ভারত; এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ টিকার সংকটে পড়ে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে উদ্বৃত্ত টিকার রফতানি এবং অনুদান পুনরায় শুরু করবে ভারত। গত মার্চের শুরু থেকে ভারতে শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ। সে সময় দৈনিক গড়ে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন এবং প্রতিদিন ৪ হাজারেরও বেশি মৃত্যু দেখেছিল দেশটি।

পরিস্থিতি সামাল দিতে এপ্রিলের মাঝামাঝি বিদেশে টিকা রফতানিতে স্থগিতাদেশ দেয় বিশ্বের সর্ববৃহৎ টিকার উৎপাদনকারী ভারত। বর্তমানে সেই বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বেড়েছে টিকাদানের গতিও।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধগ্রাহক নিঃস্ব হওয়ার পর ব্যবস্থা নিচ্ছে সরকার : হাইকোর্ট