টিকাকেন্দ্রে জাবি’র দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা মামলা, গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধিঃ
সাভারে করোনাভাইরাসের টিকা নিতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিকা কেন্দ্রে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের কাছে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা এসে আহত ইমন ও মাজেদুলকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে রবিবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মারধরের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার শাখাওয়াত হোসেনের ছেলে আকিব হোসেন নুর (১৯) একই মহল্লার আসাদুল হকের ছেলে সাব্বির হোসেন (২২) ও কাতলাপুর মহল্লার অশোক কুমার দাসের ছেলে অর্ঘ্য অর্পণ দাস (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহারিয়ার বলেন, রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) কেন্দ্রে টিকা নিতে যান জাবি শিক্ষার্থী ইমন ও মাজেদকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারনামীয় তিনজনসহ আরো অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মারধরের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিকা প্রত্যাশী আহত ইমন অভিযোগ করেন, আমরা দুইজন জাহাঙ্গীরনগর থেকে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কেন্দ্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে আসি। সেসময় স্বাস্থ্যকর্মীরা সব টিকা নিয়ে যার যার মত চলে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মীদের কাছে ভ্যাকসিন নেয়ার সময় জানতে চাইলে তারা বলেন ১ টা ৩০ মিনিটে ভ্যাকসিন দেয়া বন্ধ। কিন্তু আমরা ১ টা ২০ মিনিটে টিকাকেন্দ্রে আসি। তবুও তারা আমাদের টিকা না দিয়ে পরেরদিন আসতে বলেন। এসময় আমরা শিক্ষার্থী পরিচয় দিয়ে দূর থেকে এসেছি বললেও তারা কোন মতেই ভ্যাকসিন দিতে রাজি হয়নি। উল্টো আমাদের উপর স্বেচ্ছাসেবকরা ক্ষিপ্ত হয়। তখন তাদের সঙ্গে আমাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কয়েকজন এসে আমাকে এবং আমার সঙ্গে থাকা মাজেদুল-এর উপর হামলা চালায় এবং মারতে মারতে থানায় নিয়ে আসে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা এসে আহত ইমন ও মাজেদুলকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
অন্যদিকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে জাবির শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারের বেশি এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয়া হয়। পরে এঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত টিকা বুথে থাকা রেডক্রিসেন্ট কর্মীদের প্রত্যাহার করা হয়েছে। তাঁরা মুলত স্বেচ্ছাসেবক, তাঁরা কোনো সরকারি কর্মী নয়। শিক্ষার্থীদের সাথে অনাকাঙ্খিত ঘটনার জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধবকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ডোজ পেলেন ১১ কোটি ৫১ লাখ মানুষ