টানা পাঁচ দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ চরম দুর্ভোগে নগরবাসী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের টানা পাঁচ দিনের মত রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে ফাঁকা সড়কে দুয়েকটি গাড়ি চলতে দেখা গেছে। সেগুলোতেও উঠতে হচ্ছে অনেক কষ্ট করে। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকালে মিরপুর থেকে যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা ও এয়ারপোর্ট, দনিয়া থেকে উত্তরা পর্যন্ত বিভিন্ন সড়কে দুয়েকটি গাড়ি চলছে। সেগুলোতে অনেক ঠেলাঠেলি করে অফিসগামীদের উঠতে হচ্ছে চরম ভোগান্তির মধ্যে। তবে স্কুল-কলেজ বন্ধ থাকায় সকালে সড়কে কোনো স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দেখা যায়নি।
এদিকে মিরপুর থেকে শান্তি নগর অফিসে যাওয়া বে সরকারি প্রতিষ্ঠানে কর্মকতা সোগান মোল্লা যানান, গত কয়েক দিন ধরে ঠিক সময় অফিসে যেতে পারি না। রাস্তা চরম দুর্ভোগে অফিস যেতে গাড়ি পাওয়া যাচ্ছে না। সরকারে উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। যাতে আর কোন মানুষ এভাবে মৃত্যু না ঘটে। সোহাগ আরও বলেন, আররা এভাবে রাস্তায় গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে মরে যেতে চাই না। তিনি বলেন, রাস্তা যাতের লাইসেন্স নাই তারা কেন গাড়ি চালাবে। সোহাগ বলেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা লেগুনা চালায় এই লেগুনা চালকদের ব্যাপারে পদক্ষে নেওয়া উচিত। কুদ্দুস মিয়া মিরপুর পিরেরবাগ বাসা থেকে সকাল ৮টায় দিকে বের হয়েছেন। ধানমন্ডি যাবেন। সড়কে বাস কম। যেগুলো চলছে তাতেও লোক ঠাসা। মোহাম্মদপুরের রোকেয়া জানান, তিনি আবদুল্লাহপুর যাবেন। বাসস্ট্যান্ডে গাড়ির ভিড়ে ঠেলাঠেলি দেখে তিনি উঠতে পারছেন না। এমন আরও অনেকের কর্মস্থল বা গন্তব্যে যেতে বাসের অপেক্ষায় সময় গুনছেন। এতে সবার ভোগান্তি যেন কমছেই না। গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বৃহস্পতিবার ৫ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকালে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। এদিন যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় উল্টোপথে আসা দ্রুতগতির একটি পিকআপ (মাঝারি ট্রাক) ফয়সাল নামে আন্দোলনরত এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে ৬ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করেন। সেখানে রাস্তায় শিক্ষার্থীদের মারধর করার ঘটনাও ঘটেছে।
এ অবস্থার মধ্যেই সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, আইজিপি, ডিএমপি কমিশনার, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। ঘাতক বাস জাবালে নূর পরিবহনের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। এ ছাড়া ঘাতক বাসচালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশাজাহান-রাঙ্গার অপসারণ চায় টিআইবি
পরবর্তী নিবন্ধকোনো পুলিশ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করলে ব্যবস্থা: মনিরুল