টানা দ্বিতীয় জয়ে চোখ বার্সেলোনার

পপুলার২৪নিউজ ডেস্ক

জয় দিয়ে স্প্যানিশ ফুটবল লিগ শুরু করা কাতালান জায়ান্ট বার্সেলোনা আভ্যন্তরীণ বিবিধ সমস্যা জর্জরিত। গদি হারাতে পারেন প্রেসিডেন্ট বার্তামেউ। এসবের বাইরে মাঠের টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল শনিবার আলভেসের আতিথ্য গ্রহণ করবে মেসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায়। অন্যদিকে অতিথি হয়ে লাস পালমাসের মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় খেলতে নামবে আতলাটিকো মাদ্রিদ।

নিজেদের মাঠে জয় দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে বার্সেলোনা। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যোগ দেন নেইমার। আর স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন সুয়ারেজ। তাই দুই সতীর্থকে ছাড়া ঐ ম্যাচে নিষ্প্রভ ছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এরপরও রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা। তবে কাতালানদের খেলা মন ভরাতে পারেনি ভক্তদের।

নেইমার ও লুইস সুয়ারেজকে ছাড়া ছন্দহীনই ছিলো বার্সেলোনার ফুটবল কৌশল।শনিবারের প্রতিপক্ষ আলভেসের বিপক্ষে বিধ্বংসী রুপে মেসিকে দেখার প্রত্যাশায় বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। তিনি বলেন, ‘আগের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি মেসি। তবে চেষ্টার কমতি রাখেনি সে। আসলে মেসিকে নিয়ে আলাদা হোমওয়ার্ক করেছিলো প্রতিপক্ষ। আশা করছি পরের ম্যাচেই মেসি জ্বলে উঠবে এবং গোল করবে। ‘

আলভেসের বিপক্ষে ম্যাচ নিয়ে ভালভার্দে বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আমাদের প্রধান লক্ষ্য জয়। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। ম্যাচটি আমাদের জন্য কঠিনই হবে। কারণ অতিথি হিসেবে খেলতে হবে আমাদের। তারপরও ভালো ফুটবল খেলার ব্যাপারে আমরা আশাবাদী। ‘

পূর্ববর্তী নিবন্ধআমাকে ইসলামের শত্রু বলা হচ্ছে : ইসরাত জাহান
পরবর্তী নিবন্ধধোনি-ভুবনেশ্বরের বিশ্বরেকর্ড