টানা পতনের বৃত্তে শেয়ারবাজার

 

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার টানা দরপতন বৃত্তে আটকা পড়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার।

এ দিন দুই বাজারেই ব্যাংক, বীমা, আর্থিক খাতসহ সবকটি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনেটের দাম কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এমন দর পতনে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় আট পয়েন্ট কমে দুই হাজার পাঁচ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের এই পতনের মধ্যে ডিএসইতে

লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ৭০৮ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬২১ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮৬ কোটি ১৩ লাখ টাকা।

লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে মূখ্য ভূমিকা রেখেছে- ডাচ-বাংলা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাটবিসি) এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। মূলত এ তিন কোম্পানির ওপর ভর করে ডিএসইর লেনদেন ১০ কার্যদিবস পর আবারও সাতশ কোটি টাকাার ঘরে পৌঁছেছে।

এর মধ্যে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৬২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৪৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনে এর পরেই রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট কমে ১০ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির দাম বেড়েছে। দাম কমেছে ১৭২টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধসরকারের সব‌চাইতে দুর্বলতার স্থান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশ্বের সেরা ৫ মডেলের স্মার্ট ফ্রিজ উৎপাদনের ঘোষণা