টানা তৃতীয় মেয়াদে ফিফা সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিশ্ব ফুটবরের নিয়ন্ত্রক সংস্থা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্য দেশগুলি শুধুমাত্র ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল।

২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

প্রথমবারের মতো ২০১৬ সালে ফিফা জেপ ব্লাটারের জায়গায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে দায়িত্বে থাকা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন। ১৭ বছর ধরে দায়িত্বে ছিলেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধনেইমার সবসময়ই একজন নেতা : রদ্রিগো
পরবর্তী নিবন্ধআইএফএফআইয়ে পুরস্কারের জন্য মনোনীত জয়া আহসানের সিনেমা