স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ার ম্যাচে যেন বাজে হারের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় নেমে টানা চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
সিলেটে শনিবার ( ৯ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লাল সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ২৩ রান। ক্রিজে আছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক।
এদিন রান তাড়ায় নেমে প্রথম দুই ওভার সাচ্ছন্দ্যেই খেলেছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে এক বল করে কুঁচকিতে টান পড়ায় মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার অসম্পন্ন ওভার করতে এসে শুরুতেই লঙ্কানদের সাফল্য এনে দেন ধনাঞ্জায় ডি সিলভা। তার করা প্রথম বলেই অফ স্টাম্পের দিকে সরে গিয়ে তুলে মারতে গিয়ে ওপরে ক্যাচ তুলে দেন লিটন। ১১ বলে ৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
পরের ওভারে আক্রমণে এসে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দেন থুশারা। ৬ বলে ১ রান করা নাজমুল হোসেন শান্তকে বোল্ড করার পরের বলে বোল্ড করেন তাওহিদ হৃদয়কেও। দুজনেই থুশারার নিচু হয়ে আসা বল পড়তে ভুল করে স্টাম্প হারিয়েছেন। পরের বলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পঞ্চম লঙ্কান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক তুলে নেন থুশারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুদল ১-১ সমতায় আছে। সিলেটে তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজেও লঙ্কানদের বিপক্ষে কোনো ম্যাচও জেতেনি টাইগাররা। তাই শান্ত বাহিনীর সামনে সুযোগ এসেছিল সিলেটে সিরিজের শেষ ম্যাচটি জিতে ইতিহাস গড়ার। কিন্তু থুশারার আঘাতের পর সে আশা এখন ক্ষীণ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে একাই ৮৬ রান করেন কুশল মেন্ডিস। ৫৫ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে সাজানো ছিল তার ইনিংস।
বাংলাদেশের পক্ষে ২৫ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। ২ উইকেট নিতে রিশাদের খরচ ৩৫ রান। ২৮ রান খরচায় ১ উইকেট নেন শরিফুল। সবচেয়ে বেশি ৪৭ রান খরচ দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে সমতায় ফেরে শান্তরা।