টাঙ্গাইলে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুর ১২টায় স্পেশাল আদালতের বিচারক স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামি প্রত্যেককে ১০হাজার টাকা করে জারিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ইলিয়াস মিয়া, শাহজাব খান, বাবুল, দুলাল মিয়া, ইন্নস মিয়া, বিসু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহাদত হোসেন, আনোয়ার, দেলোয়ার, বাবু মিয়া ও মামুন মিয়া।

এদের মধ্যে বাবু মিয়া ও মামুন মিয়া পলাতক। বাকীরা জেল হাজতে।

এ হত্যা মামলায় মঞ্জুরুল হক ও নলি মিয়াকে লঘুদণ্ড দেয়া হয়েছে। তবে মামলার আসামি রফিক, মনি মিয়া ও আক্কাস মিয়া মারা যাওয়ায় এবং তোতা মিয়া ও মোনাক্কা বিবির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকুসুর খালাস প্রদান করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের তোফাজ্জল হোসেনকে জমিজমা বিরোধের জের ধরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিনই নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২৩ জনের নামে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মুলতান উদ্দিন ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট সামসুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধগিউন-হেকে গ্রেপ্তারের দাবি
পরবর্তী নিবন্ধঅক্সফোর্ডে পড়াশোনার প্রস্তাব পেলেন মালালা