পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন হয়েছেন। নিহত ব্যক্তি ওই বাসটির চালকের সহকারী। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে, তার পরিচয় এখনও জানা যায়নি।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, নীলফামারী থেকে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসটির চালকের সহকারী নিহত হয়। এ ঘটনায় আহত ১২ বাস যাত্রীকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।