টাঙ্গাইলে ট্রাকচাপায় যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে শ্রমিক লীগের শোডাউনে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুয়েল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশেকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান।

টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া দেওয়ান বলেন, সকালে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুসহ নেতাকর্মীরা বগুড়ার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে আমরা মহাসড়কের দিকে যাচ্ছিলাম। জুয়েলের মোটরসাইকেলটি আশেকপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে অন্য একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে জুয়েল রাস্তায় পড়ে যায়। পরে একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে নিহতের সুজুকি মোটরসাইকেলটি পাওয়া গেলেও ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)।

পূর্ববর্তী নিবন্ধশুধু গ্রিন কার্ডের জন্য আসিনি : শাকিব
পরবর্তী নিবন্ধকেন্দুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ মসজিদে, ইমামের মৃত্যু