টাঙ্গাইলে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার আজ মঙ্গলবার এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুলতান উদ্দিন জানান, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজনের বাসায় হামলা করে সাইদুলের নেতৃত্বে ওই ১২ জন। এসময় রাজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় রাজনের বাবার লাল মিয়া সরকার ভূঞাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্রে সাবেক স্ত্রী রেহাম!
পরবর্তী নিবন্ধ আরাফাত সানির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩১ আগস্ট