টাকাসহ এজেন্ট আটক, সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাবিবুল বাশার (৩৮) নামে স্বতন্ত্র প্রার্থীর এক পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে ১৭ হাজার টাকাসহ আটক করা হয়।

সাজাপ্রাপ্ত হাবিবুল বাশার ওই এলাকার মানিক মিয়ার ছেলে ও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূইয়ার এজেন্ট ছিলেন।

এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে।

আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, ওই এজেন্ট কেন্দ্রে বসে মোবাইলে কথা বলছিলেন। তার কাছ থেকে মোবাইল নিতে চাইলে তিনি উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন এবং সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীর নাম লেখা একটি খাম উদ্ধার করা হয়। খামে ১৭ হাজার টাকা ছিল। এরপর বাশারকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এই ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল ছেড়ে সরাসরি সচিবালয়ে ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধলঞ্চে আগুন: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা