পপুলার২৪নিউজ ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের একটি বৃষ্টি ভেস্তে দিয়েছে। আরেকটিতে বাংলাদেশ দাপটের সঙ্গে ৯০ রানে জিতেছে।
শনিবার শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে হবে এই ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে।
জিততে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। আট বছর পর বিদেশের মাটিতে সিরিজ জেতা হবে মাশরাফিদের। সঙ্গে আরও শক্ত হবে র্যাংকিংয়ে সপ্তম অবস্থান।
তবে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডের মতো আজকের দিনের ম্যাচটিও যদি বৃষ্টির কারণে না হয়, তাতেও লাভ হবে বাংলাদেশের। একটা ম্যাচ জিতেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।
ডাম্বুলায় দিবারাত্রির প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২৪ রানের পাহাড় গড়ে। জবাবে স্বাগতিকরা ২৩৪ রানে গুটিয়ে হার মানে ৯০ রানের।
পরের ম্যাচে শ্রীলংকা টস জিতে করেছিল ৩১১ রান। কিন্তু তাদের ইনিংসের পরই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়।
কলম্বোরই আরেক মাঠ পি সারা ওভালে গত মাসে নিজেদের শততম টেস্টে শত ফুলের সুরভি ছড়িয়ে চার উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল টাইগাররা। সেই কলম্বোতেই এবার রঙিন পোশাকে সিরিজ জয়ের উৎসবের জন্য উন্মুখ মাশরাফিরা।
বিদেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে সেই ২০০৯ সালে, জিম্বাবুয়েতে। আট বছরের সেই খরা ঘোচানোর অপার সম্ভাবনা দেখছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, ‘শুনেছি সিংহলিজে অনেক রান হয়। এখানে গড় রান ২৮০-২৯০ এর কাছাকাছি। উইকেট এমন হলে তো ভালো। আমরা সবাই আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা খেলতে পারলে অবশ্যই আমরা সিরিজ জিতব।’