টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফিল্ডিং করছে বাংলাদেশ।

২ ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজেও সফরকারীদের ধোলাই করতে চায় তারা। তবে সেই টার্গেটে টস ভাগ্যকে পাশে পাননি স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিতেছেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

এ ম্যাচে নিজেদের সবশেষ ওয়ানডে একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

এ ম্যাচ দিয়ে অনন্য মাইলফলক ছুঁলেন মাশরাফি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার নজির গড়লেন তিনি।

টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এ লক্ষ্যে তারা একাদশে ফিরিয়েছেন দুই বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া ড্যারেন ব্রাভোকে। জায়গা পেয়েছেন রোস্টন চেজ।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশান টমাস।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
পরবর্তী নিবন্ধহাসনা হেনার মুক্তির দাবিতে ‘অনশনে’ ভিকারুননিসার ছাত্রীরা