টস করতে নেমেই ভারতের ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের প্রথম দল হিসেবে ১ হাজার ওয়ানডে খেলার বিশ্বরেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদে সিরিজের প্রথম ম্যাচটি ওয়ানডে ক্রিকেটে ভারতের হাজারতম ম্যাচ। তাদের আগে আর কোনো দল এই ফরম্যাটে চার অঙ্ক ছুঁতে পারেনি।

এই ঐতিহাসিক ম্যাচে টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক কাইরন পোলার্ডকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেটে হারিয়ে ২০ রান করেছে ক্যারিবীয়রা।

১৯৮০ সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ৫০ ওয়ানডে খেলেছিল ইংল্যান্ড। ১৯৮৪ সালে জানুয়ারিতে প্রথম ১০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। আর ২০০১ সালে জুনে পাকিস্তান গড়ে প্রথম দল হিসেবে ৫০০ ওয়ানডে খেলার রেকর্ড।

এবার বিশ্বের প্রথম দল হিসেবে ১ হাজারের ক্লাবে ঢুকলো ভারত। আগের ৯৯৯টি ওয়ানডের মধ্যে ভারত জিতেছে ৫১৮টি ম্যাচে, হেরেছে ৪৩১টি ম্যাচ। ফল আসেনি বাকি ম্যাচগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধআমার শ্বশুরবাড়ি সিলেটে, প্রথমবার এখানে এলাম: মইন আলি
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া ঢাকায় কোনো স্থাপনা নয়: মন্ত্রী