পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা।
তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এদিকে এই ম্যাচে জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
এদিকে প্রথম ওয়ানডেতে ব্যাট, বল ও ফিল্ডিংয়ে অন্যরকম এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেটবিশ্ব। শ্রীলংকার টুঁটি চেপে ধরে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।
আগে শ্রীলংকার কাছে বাংলাদেশকে যেমন অসহায় মনে হতো, প্রথম ওয়ানডেতে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা।
এদিকে প্রথম ওয়ানডে ম্যাচে খেলা ক্রিকেটারদের দিয়েই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়াড গঠন করা হয়েছে।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।