ঝিনাইদহে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৫

যশোর প্রতিনিধি : ঝিনাইদহে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কোটচাঁদপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাফান ইসলাম, ভাগ্নি খুকুমণি ও মা শিল্পী বেগম, ভ্যানচালক সলেমান শেখ ও অজ্ঞাত এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডাক্তার দেখিয়ে কোটচাঁদপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাফান ইসলামের মা রিমা খাতুন। পৌর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা ৮ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান ও এক পথচারী গুরুতর আহত হন। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং যশোর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এছাড়া, যশোরে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী বেগম মারা যান।’

 

পূর্ববর্তী নিবন্ধডায়রিয়ার প্রকোপ : চট্টগ্রামের সব ইউনিয়নে মেডিকেল টিম গঠনের নির্দেশ
পরবর্তী নিবন্ধ৬ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া