ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নাকচ করে যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবিরা। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, এর আগে ১২ জুলাই অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবিরাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন একই আদালত। দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছর করে মোট ছয় বছরের এ কারাদণ্ড দেয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এছাড়া আসামির অবৈধভাবে অর্জিত এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

সূত্র আরও জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাবিরা সুলতানার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অবৈধ সম্পদের হদিস পেলে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়। তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।

সেখানে তিনি ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন তথ্য প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

এ অভিযোগে ২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদ বাদী হয়ে রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২৫ জুলাই আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক।

২০১১ সালের ৯ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত। মামলায় চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি অ্যাম্বুলেন্সের সঠিক ব্যবহার করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধএমপিপুত্র রনির জোড়া খুন মামলায় অধিকতর যুক্তিতর্ক ৩১ জুলাই