পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের দেয়া ২১৭ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
৩৯ রানে তারা হারিয়ে বসেছে প্রথমসারির দুই ব্যাটসম্যানকে। দুটি উইকেটই পেয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
পঞ্চম ও শেষ দিনে সোমবার দলীয় ৩২ রানে মিরাজের বলে তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিৎ রাভাল, ১৩ রান করে। এরপর দলীয় ৩৯ রানে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা টম ল্যাথাম সরাসরি বোল্ড হন, ১৬ রান করে।
প্রতিবেদন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৭/২। কেন উইলিয়ামসন ৭৮ এবং রস টেইলর ৪৯ রানে ব্যাট করছেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৬০ রানে গুটিয়ে যায়। এদিন মাথায় আঘাত পাওয়ায় ব্যাট করতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিম।
ফলে দুই ইনিংস মিলে স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২১৭ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাব্বির রহমান। আহত ইমরুল ৩৬ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন টেন্ট বোল্ট। এছাড়া মিশেল স্যাটনার ও নিল ওয়েংগার দুটি করে উইকেট পান।
সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকুর রহিমের ১৫৯ রানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯০ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৫৩৯ রান।