জয়াকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিদি :
জয়া সেনগুপ্তজয়া সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী। আজ সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। সেখানে জয়া সেনগুপ্তকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শেখ জাহির আলী। এ সময় দিরাইয়ে অপর এক সভায় থাকা জাসদ প্রার্থী আমিনুল ইসলাম টেলিফোন করে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানান। এমনকি ওই সভায়ও একই ঘোষণা দেন।
দুই প্রার্থী সরে যাওয়ার ঘোষণার পর সভায় মিসবাহউদ্দিন সিরাজ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের রাজনীতির অহংকার। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জসহ গোটা দেশের মানুষ শোকাহত। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত এ নেতার সহধর্মিণীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা ও আওয়ামী লীগ এবং মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে দুটি দলের প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় জাহির আলী ছাড়াও জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।

৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেনের সঙ্গে লড়তে হবে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তকে।

মিসবাহউদ্দিন সিরাজ বলেন, তাঁকেও (ফায়েজ আলী মাহবুব হোসেন) মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সুনামগঞ্জ-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে সুরঞ্জিত সেনগুপ্তর এ আসনটি আবারও শেখ হাসিনাকে উপহার দেবে।

পূর্ববর্তী নিবন্ধশততম টেস্টে শিষ্যদের কাছে সেরাটা চান ওয়ালশ
পরবর্তী নিবন্ধপ্রবৃদ্ধি ধরে রেখেছে জার্মানির বাজার