জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
জয়পুরহাট কালাই উপজেলার শান্তিনগর গ্রামে একটি পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার ভোরে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। মামা জাহাঙ্গীর হোসেনের (২২) বাড়ি উপজেলার উত্তর মাস্তর গ্রামে। আর ভাগ্নে শাকিলের (১৩) বাড়ি শান্তিনগর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আকলাপাড়া গ্রামের শাহিন ইসলাম শান্তিনগরের ওই পুকুরে মাছ চাষ করছেন। তিনি মাছ চুরি ঠেকাতে পুকুরের পাড় বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখেন। সেই তার ছিঁড়ে পানিতে পড়লে বেশ কিছু মাছ মারা গিয়ে ভেসে ওঠে। মঙ্গলবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে ধরতে নামে। এসময় মামা-ভাগ্নে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। জয়পুরহাট জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জয়পুরহাট কালাই উপজেলার শান্তিনগর গ্রামে একটি পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার ভোরে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। মামা জাহাঙ্গীর হোসেনের (২২) বাড়ি উপজেলার উত্তর মাস্তর গ্রামে। আর ভাগ্নে শাকিলের (১৩) বাড়ি শান্তিনগর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আকলাপাড়া গ্রামের শাহিন ইসলাম শান্তিনগরের ওই পুকুরে মাছ চাষ করছেন। তিনি মাছ চুরি ঠেকাতে পুকুরের পাড় বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখেন। সেই তার ছিঁড়ে পানিতে পড়লে বেশ কিছু মাছ মারা গিয়ে ভেসে ওঠে। মঙ্গলবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে ধরতে নামে। এসময় মামা-ভাগ্নে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। জয়পুরহাট জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরবন দিবসে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅস্ত্রসহ ইউপিডিএফ’র সামরিক শাখার ২ কর্মী আটক