জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
পল্টন থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

এদিন সকালে জয়নুল আবদিন ফারুক আদালতে উপস্থিত হয়ে ৬ মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই মামলায় জামিন মঞ্জুর হলেও বাকি চার মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৫ সালের বিভিন্ন সময়ে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যা পরিস্থিতির অবনতিতে ১৭৪ স্কুল বন্ধ