জ্বালাও-পোড়াও মামলার বিচার শিগগিরই: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

২০১৪ ও ২০১৫ সালের জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলার তদন্ত এখনো হয়নি তা দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তদন্তকাজ শেষ হলেই মামলাগুলোর বিচার শুরু হবে বলেও জানান তিনি।

সোমবার জাতীয় সংসদে নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৫ সালে জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলোর যেসব মামলার চার্জশিট হয়েছে তার কিছু মামলার বিচার শেষ হয়েছে এবং আসামিদের শাস্তি হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে কিছু মামলার এখনো তদন্ত চলছে।

আনিসুল হক বলেন, তদন্ত রিপোর্ট কোর্টে না এলে বিচার হবে না, সে জন্য দেরি হচ্ছে। তবে যাতে দ্রুত মামলাগুলোর তদন্তকাজ শেষ হয় এবং চার্জশিট দেয়া হয় সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধফাইল চালাচালি না করে কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিন
পরবর্তী নিবন্ধরায়পুরে একাধিক বিয়ে করায় ছেলেকে কুপিয়ে হত্যা