জোড়া খুনের ঘটনায় ছাতকে পাল্টা-পাল্টি মামলা উভয় অনুসারীরা গ্রেফতার আতংকে

নুর উদ্দিন  ছাতক প্রতিনিধিঃ

ছাতকে ফুলতলী-কওমী অনুসারীদের মধ্যে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় অবশেষে কওমী পক্ষের মামলা ছাতক থানায় রেকর্ডভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার কওমী অনুসারী নিহত রুবেল মিয়ার ভাই আহমদ আলী বাদী হয়ে ২২ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা আরো ৭০-৮০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা(নং-০৯) দায়ের করেন। মামলায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনকে। প্রধান আসামী করা হয়েছে পাল্টাপাল্টি মামলার ফলে ফুলতলী ও কওমী অনুসারীদের মধ্যে বর্তমানে বিরাজ করছে গ্রেফতার আতংক। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ফুলতলী অনুসারীদের পক্ষে সংঘর্ষে নিহত আব্দুল বাছিত বাবুলের বড় ভাই হাজী কবির মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-০২) দায়ের করেন। গনেশপুর গ্রামের দুলু মিয়াকে প্রধান আসামী করে ১১ জনের নাম উলেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫-২০জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করা হয়। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন উভয় পক্ষের দায়েরী মামলার কথা স্বীকার করেছেন। গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফুলতলী-কওমী অনুসারীদের সংঘর্ষে শহরে বাগবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল বাছিত বাবুল ও ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাঁও গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র রুবেল মিয়া নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী
পরবর্তী নিবন্ধমুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলায় মামলা