পপুলার২৪নিউজ ডেস্ক:
চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়া ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
হাসপাতালের বেডে কষ্টে সময় কাটছে তার। এরই মধ্যে একটি বিশেষ উপহার পেয়েছেন তিনি।
বার্সেলোনায় হাসপাতালে তাকে দেখতে ছুটে গিয়েছিলেন জাতীয় দলের সতীর্থ বার্সেলোনার তারকা নেইমার।
সেখানে বসেই নেইমার তার সামাজিক মাধ্যমে দু’জনের হাসোজ্জল ছবি পোস্ট করেছেন। এতে ক্যাপশন হিসেবে লেখা, ‘তোমাকে ভালো দেখে আমারও বেশ লাগছে।’
গত সোমবার প্রিমিয়ার লীগে বোর্নমাউথের বিপক্ষে সিটির ২-০ গোলে জেতা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন জেসুস।
পরদিন এক বিবৃতিতে তার মেটাটারসাল ভেঙে যাওয়ার খবর দেয় ক্লাব।
শুক্রবার সিটি কর্তৃপক্ষ হাসপাতালের বিছানায় হাস্যোজ্জ্বল জেসুসের একটি ছবি দিয়ে অস্ত্রোপচারের খবর জানিয়ে টুইট করে।
পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কতদিন লাগবে, এ বিষয়ে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
চিকিৎসকদের মতে, চার থেকে আট সপ্তাহ কোনো ধরনের অনুশীলনই করতে পারবেন না জেসুস।
গত বছরের আগস্টে তিন কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সিটিতে নাম লেখান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
ওই সময় চুক্তি হলেও পালমেইরাসের হয়ে দেশের ঘরোয়া লীগের মৌসুম শেষ করে জানুয়ারিতে ইংলিশ ক্লাবে যোগ দেন তিনি।
২১ জানুয়ারি লীগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সিটির হয়ে অভিষেকের পর থেকে দারুণ খেলছিলেন জেসুস। সব মিলিয়ে ক্লাবটির হয়ে তিনটি গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি।