পপুলার২৪নিউজ ডেস্ক:
গতকাল পালিত হল দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমসের ৫৩তম জন্মদিন। এ ব্যান্ডশিল্পী ভক্তদের কাছে ‘গুরু’ নামে পরিচিত। আর গুরুর জন্মদিন মানেই ভক্তের কাছে অন্যরকম একটি দিন। ভক্তদের তৈরি ‘জেমস ফ্যানস ক্লাব’-এর পক্ষ থেকে গতকাল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেমসের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সকাল থেকে এসব প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে অনেককেই সেলফি তুলতে দেখা যায়। ক্লাবের সভাপতি প্রিন্স মোহাম্মদ বলেন, ‘গুরু জেমসের জন্মদিন উপলক্ষে নিজ উদ্যোগে আমি এসব প্রতিকৃতি লাগিয়েছি। শুধু ঢাকাতেই নয়, সারা দেশে ৫৩টি প্রতিকৃতি স্থাপন করেছি। গুরু জেমসের প্রতি এটি আমাদের ভালোবাসার নিদর্শন।’ তিনি জানান, শনিবার রাত থেকে ঢাকায় ২৩টি, চট্টগ্রামে ৪টি, রাজশাহীতে ২টি, কিশোরগঞ্জে ৬টি, ময়মনসিংহে ৪টি, রংপুরে ২টি, সিলেটে ২টি, নওগাঁয় ২টি, দিনাজপুরে ৪টি, ভৈরবে ২টি ও সুনামগঞ্জে ২টি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, প্রিয় গায়ক জেমসের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত বছর জেমস ফ্যান ক্লাব গঠন করা হয়। এরই মধ্যে এ শিল্পীর লক্ষাধিক ভক্ত এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে গতকাল সারা দেশ থেকে ক্লাবের ৫০০ সদস্য ঢাকায় এসে জেমসের সঙ্গে দেখা করেছেন। রাজধানীর বারিধারায় জেমসের নিজস্ব স্টুডিওতে কেক কেটে গুরুর জন্মদিন উদযাপন করেছেন। পাশাপাশি গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী বেশ কিছু সমাজকল্যাণমূলক কাজ করার কথাও জানিয়েছেন প্রিন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সারা দেশে সবুজায়নের জন্য কাজ করব। সংগঠনের পক্ষ থেকে সারা দেশে এক কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আশা করছি, আগামী বছর গুরু জেমসের জন্মদিনে আমাদের এই কাজের একটা চিত্র সবাইকে দেখাতে পারব।’প্রসঙ্গত, ২০১৫ সালে জেমসের জন্মদিনে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ধারে বিশাল আকারের ১২টি বিলবোর্ড দিয়েছেন প্রিন্স মোহাম্মদ। গত বছর গুরুর জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের কেক তৈরি করেন তিনি। ২০০০ সালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তার উদ্যোগে একটি সড়কের নাম দেয়া হয় ‘জেমস রোড’।