জুলহাস-তনয় হত্যার প্রতিবেদন দাখিল ২১ নভেম্বর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানী ঢাকার কলাবাগানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধআবার গান করবেন ‘বেসবাবা’ সুমন