পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পুরান ঢাকার জুরাইনে কথিত বন্দুকযুদ্ধে মো. মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, মামুন গত সপ্তাহে পুলিশকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আসামি।
সোমবার রাতে জুরাইন করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, গত ১২ অগাস্ট জুরাইনে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ‘সন্ত্রাসীদের গুলিতে’ আহত হন মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি। তার সঙ্গে গুলিবিদ্ধ হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল ও মো. সেলিম মিয়া নামের এক পথচারী।
ওই ঘটনায় যে মামলা করা হয়েছিল, তার প্রধান আসামি শান্তনু। সোমবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
তার সহযোগীদের ধরার জন্য রাতেই তাকে নিয়ে কবরস্থান এলাকায় অভিযানে যায় পুলিশ।
পুলিশ ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে আহত অবস্থায় মামুন নামে একজনকে পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মামুনও সেই মামলার আসামি বলে জানান উপ-কমিশনার মো. সাজ্জাদুর।