জিয়া ট্রাস্ট মামলা:সাক্ষীদের পুনরায় জেরার অনুমতি পাননি খালেদা জিয়া

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১ সাক্ষীকে পুনরায় জেরা করতে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ জেরার আবেদনটি নিষ্পত্তি করেন। ফলে খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষীদের জেরার করার অনুমতি পাননি।

হাইকোর্টের এ নির্দেশনার পর খালেদা জিয়ার আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

এর আগে ১৭ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার সাক্ষীদের পুনরায় জেরা করার সুযোগ চেয়ে আবেদনের আদেশের জন্য ২২ অক্টোবর তারিখ নির্ধারণ ছিল।

পূর্ববর্তী নিবন্ধহলফনামা দাখিলের বিধান বাতিল চাওয়া মৌলিক অধিকারের পরিপন্থী: সুজন
পরবর্তী নিবন্ধবাবা-মা হত্যা : ঐশীর যাবজ্জীবনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ