জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ডিজিটাল এক্সরে উদ্বোধন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জিম ডিজিটাল ডায়াগনষ্টি সেন্টারে ডিজিটাল এক্সরে উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে হাবিব ম্যানসনে জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ডিজিটাল এক্সরের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডি.জি.এইচ.এস মহাখালী ঢাকার পরিচালক ডা. আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুদ্ধদেব মন্ডল, সাবেক মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রনি, মুকসুদপুর হাসপাতালের উপসহকারি মেডিকেল অফিসার ডা. সুমন সাহা, ডা. মুহাম্মদ হারুন, ডা. ঋতিপ্রান্তিকা দাস, ডা. মেহেদি হাসান প্রমুখ। এছাড়াও বাজারের ওষুধ ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিথ ছিলেন। জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী হাবিব জানান মুকসুদপুরে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যেই ডিজিটাল এক্সরে মেশিন আনা হলো। আমাদের চেষ্টা থাকবে সাধারণ মানুষকে উন্নতমানের সেবা প্রদান করার।

পূর্ববর্তী নিবন্ধপরিবার সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
পরবর্তী নিবন্ধচাঁদপুরে ইমামের কক্ষে তার ছেলেসহ ৩ মাদ্রাসাছাত্রের লাশ