জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে প্রয়োজন ১২০ রান


পপুলার২৪নিউজ ডেস্ক:এবারের বাংলাদেশ সফরে একবারের জন্যও হাসেনি ব্রেন্ডন টেলরের ব্যাট। একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ; সবমিলিয়ে খেলা ছয় ইনিংসে তার সর্বোচ্চ ছিলো মাত্র ১৭ রান, মোট সংগ্রহ ছিলো মাত্র ৬১ রান।

অবশেষে বাংলাদেশ থেকে ফেরার আগে খেলা শেষ ম্যাচে রানের দেখা পেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞতম ব্যাটসম্যান। খেলেছেন ৪৮ বলে ৫৯ রানের ইনিংস। যা দলের প্রায় অর্ধেকের সমান। যদিও এতে খুব একটা লাভ হয়নি জিম্বাবুয়ের।

দলের অন্যান্যদের ব্যর্থতার কারণে কাজে আসেনি টেলরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিটি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে দাঁড় করিয়েছে ১১৯ রানের সংগ্রহ। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও অপরাজিত থাকতে বাংলাদেশকে করতে হবে ১২০ রান।

গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ২০০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে জিতেছিল ৪৮ রানের বড় ব্যবধানে। আজও টসে জিতেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বোলারদের পরীক্ষা করার জন্য নেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

পরীক্ষায় দারুণভাবে পাস করেছেন আলআমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসানরা। চার ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন আলআমিন, সমান ওভারে ২৫ রানে ২ উইকেট শিকার মোস্তাফিজের।

এছাড়া সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদির ঝুলিতে গেছে ১টি উইকেট। ক্যাচ মিস হওয়ার কারণে উইকেটের খাতাটা শূন্যই থেকে গেছে অভিষিক্ত হাসান মাহমুদের। তিনি ৪ ওভারে খরচ করেছেন ২৫ রান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই তিনাশে কামুনহুকামুইয়ের উইকেট হারায় জিম্বাবুয়ে। মোস্তাফিজকে দর্শনীয় এক কভার ড্রাইভে চার মারলেও ১০ বলে ১০ রানের বেশি করতে পারেননি তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে চাপ সামাল দিতে গিয়ে আবার বেশি বল হজম করে ফেলেন ব্রেন্ডন টেলর এবং ক্রেইগ আরভিন। দুজনের জুটিতে আসে ৫৭ রান, ৫২ বল খেলে। ইনিংসের দ্বাদশ ওভারে ফেরার আগে ৩৩ বলে ২৯ রান করেন আরভিন। তবে একপ্রান্ত আগলে রাখেন টেলর।

এ ডানহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান অবশ্য পুরো ইনিংসেই আউট হননি। মাঝে আসা-যাওয়ার মিছিলে নাম লেখান শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতোমবদজি, ওয়েসলে মাধেভেররা। এদের মধ্যে দুই অঙ্কে যান শুধুমাত্র রাজা, করেন ১০ বলে ১২ রান।

ইনিংসের শেষপর্যন্ত খেলে টেলর অপরাজিত থাকেন ৫৯ রানে। দেখেশুনে খেলে এ রান করতে তার মোকাবেলা করতে হয়েছে ৪৮টি ডেলিভারি। নিজের ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকিয়েছেন টেলর।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকেরও আত্মহত্যা
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: শিক্ষামন্ত্রী