জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি : ফখরুল

  পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে মো. জাহিদুর রহমান জাহিদ শপথ নেয়ায় ‘অস্বস্তিতে’ ভুগছেন বিএনপির সিনিয়র নেতারা। দলের আদেশ অমান্য করে শপথ নেয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের নির্বাচিত সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব দলের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে, শপথগ্রহণ না করা। এই সিদ্ধান্তকে অমান্য করে যদি কেউ শপথগ্রহণ করে থাকেন তা নিঃসন্দেহে সাংগঠনিক অপরাধ।

তিনি বলেন, অবশ্যই এ রকম ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপির সিদ্ধান্ত হচ্ছে শপথগ্রহণ না করার। সুতরাং, এখন প্রশ্নই উঠতে পারে না শপথ নেয়ার।

সকাল সাড়ে ১১টায় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।

এদিকে দলকে উপেক্ষা করে শপথ নেওয়ায় জাহিদকে গণদুশমন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

একাদশ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়।

বিএনপির ৬ জনের মধ্যে অন্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদ, বগুড়া-৪ মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত হত্যা : এবার শাকিল গ্রেফতার
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে নাকচ