পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনাকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা সরকারের অধীন নয়। তাদের (দুদক) ভুলক্রমে একজন নির্দোষ মানুষ তিন বছর কারাভোগ করল। এ বিষয়ে তারা তদন্ত করছে। সুতরাং আমি আশা করব, তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে দুদক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।