পূর্বশত্রুতার জের ধরে বাঁশখালী উপজেলার জালিয়াখালী ইউনিয়নের এক ইউপি সদস্যের গুলিতে তিনজন আহত হয়েছেন। বাঁশখালীর পশ্চিম খামারঘোনা ৪ নম্বর ওয়ার্ডে ঘণ্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষে তারা গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহতরা হলেন একই এলাকার আবদুল গফুরের ছেলে আনসার আলী (৪৫), হারুনুর রশিদের ছেলে মোস্তাক আহমেদ (৩০) ও আবদুর গফুরের ছেলে আমান উল্লাহ (৫০)। রাতে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নায়েক মোহাম্মদ সাহাবউদ্দিন জানান, বাঁশখালী থেকে গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন পূর্বশত্রুতার জের ধরে বাঁশখালীর জালিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন ও তার অনুসারীদের শটগানের গুলিতে তারা আহত হয়েছেন। বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য ও প্রতিপক্ষ অনুসারীদের মধ্যে গুলিবিনিময়ে তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।