জালভোট দেয়ার সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

মানিকগঞ্জে জালভোট দেয়ার সময় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আটক ওই কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ব্যালট পেপার ছিঁড়ে জাল ভোট দেয়ার চেষ্টা করছিলেন ওই কর্মকর্তা। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানান। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে সাকিবকে ‘জয়’ উপহার দিতে চায় হায়দরাবাদ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, কনস্টেবল গুলিবিদ্ধ