পপুলার২৪নিউজ ডেস্ক :জার্মানির ডাসেলডর্ফ রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার কুঠার হামলা চালিয়ে সাতজনকে আহত করেছেন এক ব্যক্তি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হামলাকারী মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা পুলিশের।
এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এ হামলা হয়। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী হামলাকারী সাবেক যুগোস্লাভিয়া থেকে এসেছেন। গ্রেপ্তার এড়াতে সেতুর ওপর থেকে লাফ দিয়ে তিনিও গুরুতর আহত। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, আহত থাকার কারণে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। হামলার কারণও বের করতে পারেনি পুলিশ।
এএফপির খবরে জানানো হয়, ডাসেলডর্ফ স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আঞ্চলিক পুলিশ টুইটে জানায়, আবার কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানা যায়নি।
নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী বিল্ড পত্রিকাকে বলেন, ‘আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসার পর হঠাৎ একজন কুঠার নিয়ে হামলা শুরু করে।ডাসেলডর্ফের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।