স্বাধীনতার ৪৬ বছর পর জামালগঞ্জ থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর নাম পরির্বতন করা হয়েছে। পাকিস্তানের জিন্নাহর নামে জামালগঞ্জে জিন্নাহ মোমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিলো। এই নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর জামালগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আকবর হোসেন বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে জিন্নাহ মোমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামের স্থলে বর্তমানে রুপাবালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে নামকরণ করেছে কর্তৃপক্ষ। নাম পরিবর্তন হওয়াতে গ্রামবাসী, স্থানীয় উদীচী, উপজেলা প্রশাসন সহ সকলেই সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
জানা যায়, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পাকিস্তানের কিংবদন্তি নেতা বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় প্রতিষ্ঠা করা হয় জিন্নাহ মেমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ভীমখালী ইউনিয়ন ঘেষা সুরমা নদীর দক্ষিণ পাড়ে সাচনাবাজারের একটি গ্রাম রুপাবালী। সাচনাবাজার ইউনিয়নের রুপাবালী আর দক্ষিণ সুনামগঞ্জের কান্দাগাও গ্রামবাসীর উদ্দ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রথম থেকেই দু গ্রামের মানুষের মধ্যে নাম নিয়ে জটিলতা দেখা দিলে রুপাবালী গ্রামের ভূমিদাতা আ: রাজ্জাক তৎকালীন সময়ে পাকিস্তানের লৌহ মানবকে খুশী করতে তার নামে বিদ্যালয়ের নাম রাখেন জিন্নাহ মেমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর এক দফা উদ্দ্যোগ গ্রহণ করেন এলাকার ক’জন মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আর বাস্তবে রূপ নেয়নি নাম পরিবর্তন করার বিষয়টি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় রুপাবালী গ্রামের আ: আজিজ বলেন, জিন্নাহর নাম পরিবর্তন হওয়াতে আমরা এলাকাবাসীর দায়মুক্তি হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন, জিন্নাহর মেমোরিয়েল বিদ্যালয়ের নামের স্থলে বিদ্যালয়টি যে গ্রামে অবস্থিত সেই রুপাবালী গ্রামের নামে নামকরণ করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের সিলেট বিভাগের উপ-পরিচালক (ডিডি) তাহমিনা হক বলেন, স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের কোন নেতার নামে প্রতিষ্ঠান থাকতে পারে না, আমি বিষয়টি জানার পর জেলা ও সংশ্লিষ্ট উপজেলাকে দ্রুত ব্যবস্থা নিতে বলি। ইতিমধ্যে কলংকিত নাম পরিবর্তন হয়েছে আমি নিজেও স্বস্তি প্রকাশ করছি।
জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় থেকে জিন্নাহর নাম পরিবর্তন
নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :