পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে হ্যন্ডাকাফ পরিয়ে চিকিৎসা দেয়ায় আশুলিয়া থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে আগামী বুধবার স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
আদালত সূত্র জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হোসেনকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় তার চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনা একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় আদালত ওই প্রতিবেদনটি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ওসির ব্যাখ্যা চেয়ে তাকে তলব করেছেন।