জাবিতে রাজা-রাণী নির্বাচন শুক্রবার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪০তম ব্যাচের ‘র‌্যাগ-৪০’ (শিক্ষা সমাপনী) উদযাপন উপলক্ষে রাজা-রাণী নির্বাচন শুক্রবার। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভর্তির পর যারা ভর্তি বাতিল বা স্থানান্তর করেছেন তারা ভোটাধিকার পাবেন না।

শুক্রবার সকাল ৯টা থেকে জাকসু ভবনে ভোট গ্রহণ শুরু হবে। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে ভোট গণণা ও ফলাফল ঘোষণা করা হবে।

এবার রাজা পদে তিনজন ও রাণী পদে দুইজন প্রার্থী রয়েছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফার্মেসি বিভাগের এএসএম মাহবুবুল আলম, লোক প্রশাসন বিভাগের মো. ইমরান হোসাইন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আবু কাওছার। রাণী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের যারীন তাসনিম ও রসায়ন বিভাগের কাজী সায়মা বানু।

পূর্ববর্তী নিবন্ধকুবিতে ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে মাইনাসের ষড়যন্ত্র হচ্ছে : রিজভী