জাপানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

জাপানের হোক্কাইদোতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইদোতে রোববার ভোরে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪০ মিনিট) আঘাত হানা ওই ভূমিকম্পে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। খবর জাপান টুডের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটর গভীরে। আর উৎপত্তিস্থল ছিল হোক্কাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির শতর্কতা জারি করা হয়নি।

এখনও কোনো নিহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এর আগে গত বছর হোক্কাইদোতেই এক ভূমিকম্পে ৩৭ জন নিহত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধদলের সবাইকে নিয়ে কাজ করতে চাই: জিএম কাদের