জাপানে রেকর্ড তাপমাত্রা, বাঁচতে শহরজুড়ে কৃত্রিম কুয়াশা!

পপুলার২৪নিউজ ডেস্ক:
জাপানে রেকর্ড তাপমাত্রা, বাঁচতে শহরজুড়ে কৃত্রিম কুয়াশা!

এ ব্যাপারে এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যমকে জানান, তারা মিস্ট-স্প্রেইংয়ের মাধ্যমে গরমকে জয় করার চেষ্টা করছেন। রাস্তায় টাঙানো হয়েছে কুয়াশা তৈরি করার যন্ত্র। বিশাল লম্বা তারের মধ্যে দিয়ে কুয়াশা ছড়িয়ে দেওয়া হচ্ছে এলাকায়। এতে গরম অনেকটাই কম অনুভুত হচ্ছে।

আরও বলা হয়, রাস্তায় গরম প্রতিরোধক ব্যবস্থার মধ্যে মিস্ট টেকনোলজি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। যেটি তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম। এছাড়া গরমের মাত্রা অনুযায়ী আরও নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে দেশে। মধ্য টোকিওর মারুনৌচি এলাকা এই ব্যবস্থা চালু করা হয়েছে। টোকিও স্টেশনের কাছে অবস্থিত এই এলাকার বাসিন্দারা খুশি এই মিস্ট টেকনোলজিতে।

তবে শুধু মারুনৌচি এলাকায় নয়, এই ব্যবস্থা জাপানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারলে ভাল হত বলে মনে করছেন জাপানবাসী।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহে জাপানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। টোকিও’র তাপমাত্রা এরইমধ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি ছুঁয়েছে কুমাগায়াতে। জাপানের সর্বোচ্চ তাপমাত্রা একেই ধরা হচ্ছে। জাপান আবহাওয়া বিভাগের বক্তব্য স্বাভাবিকের থেকে এই মরসুমে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দু হাজারেরও বেশি মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসংশোধিত আইনে নিরাপদ সড়ক অর্জিত হবে না : বিএনপি