জাপানে বৃষ্টি-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০

 পপুলার২৪নিউজ ডেস্ক:

জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১শ জনে দাঁড়িয়েছে। স্থানীয় এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপান টাইমসের এক খবরে বলা হয়েছে, ৫০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে একটানা প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববারও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক দিন এ অবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বৃষ্টিপাতের কারণে নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। ফলে বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় ২০ লাখ মানুষকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলেন, এর আগে আমরা কখনও এমন বৃষ্টিপাত দেখিনি। বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে মারা যাওয়া লোকজনের অধিকাংশই হিরোসিমার নাগরিক।

রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তিনি বলেন, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। আবার অনেকেরই জরুরি সহায়তা প্রয়োজন।

মোতোইয়ামা শহরে শুক্রবার এবং শনিবার সকালে ৫৮৩ মি.মি বৃষ্টিপাত হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় ২৫০ মি.মি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

পূর্ববর্তী নিবন্ধথাই গুহায় আত্মহত্যা করেছিলেন এক রাজকন্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত