জাপানের মঞ্চে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

আগামী ৩ ও ৪ ডিসেম্বর জাপানের ‘থিয়েটার ওয়েস্ট’ মিলনায়তনে মঞ্চায়িত হবে বাংলাদেশের তারুণ্যদীপ্ত নাট্যসংগঠন স্বপ্নদলের নাটক ‘ত্রিংশ শতাব্দী’। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি এবং পরবর্তী যুদ্ধ-সংঘাত-অনাচার নিয়ে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটির রচনা করেছেন বাদল সরকার।

জাপানের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’ এর আমন্ত্রণে গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছে নাট্য সংগঠন স্বপ্নদলের ১৩ সদস্যের দল। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ৫ই নভেম্বর দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের জন্য স্বপ্নদলের প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর একটি বিশেষ মঞ্চায়নও অনুষ্ঠিত হবে। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় ‘হেলেন কেলার’ এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ প্রযোজনায় একক অভিনয় করেন জুয়েনা শবনম।

নাটক মঞ্চায়ন ছাড়াও টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘এটেলিয়ার ইস্ট’ হলে ২রা নভেম্বর জাহিদ রিপন ‘থিয়েটার অব বাংলাদেশে টুডে : কন্টিনিউশন অব ট্রাডিশন এন্ড মর্ডানিজম’ (বাংলাদেশের থিয়েটার আজ : ঐতিহ্য ও আধুনিকতার ধারাবাহিকতা) শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন। জাপানের মূলধারার এ নাট্যোৎসবে বাংলাদেশের প্রথম নাট্যপ্রদর্শনী উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ পরিকল্পিত ‘ডিসাইফারিং বাংলাদেশ’ (বাংলাদেশ রহস্য-উন্মোচন) শীর্ষক ধারাবাহিক বক্তব্যের দ্বিতীয় দিনে জাহিদ রিপনের উল্লিখিত বক্তব্য ছাড়াও ১লা নভেম্বর টোকিও বিশ্ববিদ্যালয় ফরেন স্টাডিজ বিভাগের অধ্যাপিকা কিওটো নাইওয়া বাংলাদেশের সাহিত্য সম্পর্কে এবং ৩য় দিন ৩রা নভেম্বর ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামের কিউরেটর রিনা ইগারাশি বাংলাদেশের ভিস্যুয়াল আর্ট সম্পর্কে বক্তব্য রাখবেন।

জাহিদ রিপন ৩১শে অক্টোবর জাপানের জাতীয় বেতার ‘এএইচকে রেডিও ওয়ার্ল্ড সার্ভিস’-এর আমন্ত্রণে স্বপ্নদলের নাট্যকর্ম-নাট্যদর্শন, জাপানে স্বপ্নদলের নাট্যভ্রমণ এবং বাংলাদেশের সাম্প্রতিক নাট্যচর্চা বিষয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং ৪ঠা নভেম্বর ‘ত্রিংশ শতাব্দী’-র প্রদর্শনীশেষে ‘পোস্ট শো টক’-এ দর্শকের প্রশ্নোত্তর-মুক্তালোচনা পর্বের মুখোমুখি হবেন। এর আগেও ফেন্টিভ্যাল/টোকিও ২০১৬’- এর আমন্ত্রণে জাহিদ রিপন ‘ট্রাডিশনাল এন্ড কনটেম্পরারি থিয়েটার অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন নাট্যচর্চা) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেছিলেন।

ইতঃপূর্বে দেশের পাশাপাশি দেশের বাইরে যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্বুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’সহ ভারতের নানা স্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রংশসিত হয় ‘ত্রিংশ শতাব্দী’ । একইভাবে ‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের ব্যতিক্রমী মনোড্রামা ‘হেলেন কেলার’ সম্প্রতি ভারতে প্রাচ্য নিউ আলীপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা’ আন্তর্জাতিক নাট্যোৎসবে ব্যাপকভাবে দর্শকনন্দিত হয়। স্বপ্নদলের দর্শন অনুয়ায়ী এ দু’টি নাট্যপ্রযোজনায়ই প্রযুক্ত হয়েছে ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতি।

 

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল: ইসি সচিব
পরবর্তী নিবন্ধবিচারপতি ছিদ্দিক মিয়ার মহাজোটে যোগদান