জানুয়ারিতে বিশ্বে খাদ্যমূল্য অব্যাহতভাবে কমেছে: এফএও

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য মূল্য সূচক জানুয়ারি মাসে কমেছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এফএও আরও বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে। ফাওয়ের খাদ্য মূল্য সূচক বিশ্ববাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে।

সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ কম। সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে। এছাড়া ভূটার দামও কমেছে।

এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে এফএও জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
পরবর্তী নিবন্ধসেমিতে যেতে ৩৮.১ ওভারে জিততে হবে বাংলাদেশকে