জাতীয় সংগীত জানেন না সোনম?

 পপুলার২৪নিউজ ডেস্ক:

নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে জাতীয় সংগীতের লাইন পড়তে বলেছিলেন সোনম কাপুর। কিন্তু, তার ফল হলো উলটোটা। টুইটারে আক্রমণের মুখে পড়লেন তিনি। ধেয়ে এলো একের পর এক টিপ্পনি। সোনমের ফলোয়ারদের একাংশের অভিযোগ, জাতীয় সংগীত জানেন না এই অভিনেত্রী। ভুল লাইন লিখেছেন তিনি। সময় যত গড়িয়েছে ততই বিতর্ক বেড়েছে। তবে অনেকে পাশেও দাঁড়িয়েছেন সোনমের।

ঘটনার সূত্রপাত সোনমের একটি লেখাকে ঘিরে। লেটস টক অ্যাবাউট ট্রোলস হ্যাশট্যাগে এক সংবাদপত্রে এ বিষয়ে সোনম কাপুরের একটি মন্তব্য বের হয়। সেই লেখার কিছুটা অংশ সোশাল সাইটে তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। লিখেছিলেন, আমি আমার দেশকে ভালোবাসি। আপনারা অনেকে গোঁড়া, ধর্মান্ধ। অমি নই। আমি অনেকের কাছে দেশদ্রোহী। কারণ, আমি সত্যিটা বলি, সমালোচনা করি। জাতীয় সংগীতের লাইন মনে করুন। সেখানে বলা হয়েছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই…। ” এই পোস্টটি দেওয়ার পরপরই সোনমের উদ্দেশে কটূক্তি করতে শুরু করেন অনেকে। বলাবলি শুরু হয়, জাতীয় সংগীত জানেন না অভিনেত্রী। তাদের যুক্তি, জাতীয় সংগীতের কোথাও হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই শব্দগুলির উল্লেখ নেই। কেউ কেউ এই অভিযোগকে নস্যাৎ করে। তাদের যুক্তি জাতীয় সংগীতের দ্বিতীয় অনুচ্ছেদে শব্দগুলির উল্লেখ আছে। তবে যথাযথ ব্যবহার করেননি সোনম।

তবে অনেকে পাশেও দাঁড়িয়েছেন সোনমের। তাদের বক্তব্য, সোনমের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। লেখনীর সবটুকু পড়লে তা বোঝা যেত। সমালোচনার মুখে পড়লেও নিজের লেখনীর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেননি সোনম। বরং তিনি ধন্যবাদ জানিয়েছেন সমালোচকদের। টুইটারে লিখেছেন, তাঁর বক্তব্যের সমালোচনার জন্য ধন্যবাদ। তিনি যে ঠিক লিখেছেন, তা প্রমাণিত।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ‘নারীদের মধ্যে তামাক এবং মাদক ব্যবহার বাড়ছে’
পরবর্তী নিবন্ধসৌদির কাছে ৩৯০ রানে হেরে চীনের রেকর্ড!