গাজীপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা আগামী ২৩ আগষ্ট দুপুর ১:৩০টা থেকে শুরু হবে। সারাদেশের ৪৬৩ টি কলেজের ১৬৬ টি কেন্দ্রে সর্বমোট ১,২৪,৯৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার এ তথ্য জানান।